সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১১, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:১২, ১০ অক্টোবর ২০২৫

Google News
সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর 

কুমিল্লার দেবিদ্বারে খানাখ‌ন্দে ভরা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় দে‌বিদ্বার-চা‌ন্দিনা সড়‌কে তিনি এ প্রতিবাদ করেন।

জানা গেছে, দেবিদ্বার–চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক। ফলে এ সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় সাড়ে ১৪ কিলোমিটার এই সড়ক সংস্কার না হওয়ায় এটি ভেঙে অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে, ফলে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।

প্রতিবাদের সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক‌ দি‌য়ে প্রতি‌দিন হাজার হাজার মানুষ আসা–যাওয়া করে। কয়েক দিন আগে এই সড়‌কে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছে। এই সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো এখা‌নে মাছ চাষ করুন—কমপক্ষে মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ ছেড়ে চাষ করা যায়। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন—দেখি এতে কিছু হয় কি না।

প্রতিবাদের সময় এলাকাবাসীর অনেকেই হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগ দিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের