
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে সবার আগে দেশের কোমর ভাঙা শিক্ষাব্যবস্থাকে ঠিক করা তাদের প্রথম লক্ষ্য হবে। তিনি দুর্নীতি দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় (১০ অক্টোবর) ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।
জামায়াত আমির বলেন, কোনো দুষ্কৃতকারী জামায়াতের নামে যদি চাঁদাবাজি করে, তবে আমরা এর যথাযথ ব্যবস্থা নেব। দুর্নীতির বিষয়ে আমরা কঠোর হব, এতে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না।
ডা. শফিকুর রহমান সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি তার দলের অভ্যন্তরেও কঠোর জবাবদিহিতার নীতি তুলে ধরে বলেন, আমাদের দলে যদি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পায়, সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, তবে তার বিচার নিশ্চিত করা হবে—এই ধরনের বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে।
জামায়াত আমির বলেন, কারো আধিপত্য আমরা মেনে নেব না। কূটনৈতিকভাবে সবার সাথে আমাদের সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ।
তিনি আগামী নির্বাচন নিয়েও কঠোর হুঁশিয়ারি দেন। অতীতের নির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগ তুলে তিনি বলেন, তিন বার আমরা ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনেও কেউ যদি ভোট দিতে না পারে, কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তবে তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।
রেডিওটুডে নিউজ/আনাম