নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১০, ৯ অক্টোবর ২০২৫

Google News
নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে নারী-শিশুসহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশপাশে থাকা লোকজন গিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে। 

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ৯ জনের একটি টিম ঘটনাস্থলে আসি। আমাদের ডুবুরি দল তল্লাশি চালিয়েছিল।

তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছে কি না জানা যায়নি। ইতোমধ্যে একটি রেকার এসেছে। আরো একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সোনারগাঁ থেকে ঢাকাগামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বন্দর জাঙ্গাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। গাড়িটি অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে এসে বাসটি তল্লাশি করেছে। তবে কোন মৃতদেহ পায়নি।

বাসটি এখনো খাদে পড়ে আছে। এটিকে ক্রেন দিয়ে টেনে তোলার চেষ্টা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের