২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১০ অক্টোবর ২০২৫

Google News
২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরায়েলি সরকার চুক্তিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকেই এটি কার্যকর হবে। আজ শুক্রবার (১০ অক্টোবর) এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হলে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন।

এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে।এ কারণে এই যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

হামাসের নির্বাসিত গাজাপ্রধান খালিল আল-হাইয়া বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধ শেষ হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের