একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর চায়: বুলবুল

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

Radio Today News

একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর চায়: বুলবুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১০, ১২ অক্টোবর ২০২৫

Google News
একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর চায়: বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর চায়।

আজ (রোববার, ১২ অক্টোবর) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সময় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে একটি দল স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে না। সব ভোটের মূল্যায়ন হবে।’

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশের সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধানে পরিণত করেছিল। তাই আমরা সংবিধান সংস্কার চাই।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনে আগে গণভোট হতে হবে কিন্তু নির্বাচনের সাথে গণভোট অগ্রহণযোগ্য।’

গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের