শেখ হাসিনাকে চট করে ফিরিয়ে আনতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা হচ্ছে: রিজভী

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

Radio Today News

শেখ হাসিনাকে চট করে ফিরিয়ে আনতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা হচ্ছে: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১১, ১১ অক্টোবর ২০২৫

Google News
শেখ হাসিনাকে চট করে ফিরিয়ে আনতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা হচ্ছে: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, চট করে তাকে দেশে ফিরিয়ে আনতে মাটি কেটে যেমন সুড়ঙ্গ করা হয়, তেমনি সুড়ঙ্গ তৈরির চেষ্টা হচ্ছে। পাঁচ আগস্টের অর্জনকে ব্যর্থ করে দিতে দেশের ভেতরে গভীর চক্রান্ত, ষড়যন্ত্র চলছে।

শনিবার (১১ অক্টোবর) শনিবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবির সমালোচনা করে রিজভী বলেন, ৪৭ বছর ধরে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’। আপনারা বলছেন- ‘শাপলা’ না থাকলে ‘ধানের শীষ’ থাকবে না। আপনাদের জন্মের আগের প্রতীক নিয়ে কাউন্টার করছেন। ‘শাপলা’ না দিলে ‘ধানের শীষ’ দেওয়া হবে না; একটা অযাচিত বিতর্ক।

রিজভীর প্রশ্ন, এসব করে কেন আপনারা সময় এবং গণতন্ত্রে ঐক্যবদ্ধ থাকার যে স্পিড তা নষ্ট করছেন?

রিজভী বলেন, যারা নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। আলাপ-আলোচনা, বিতর্ক হবে। কিন্তু একটা ঐক্য থাকতে হবে। কেননা পাঁচ আগস্টের অর্জনকে ধ্বংস করার জন্য রাষ্ট্রের ভেতর গভীর ষড়যন্ত্র চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের