পাঞ্জাবি অভিনেতা ভারিন্দর সিংয়ের মৃত্যু

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

পাঞ্জাবি অভিনেতা ভারিন্দর সিংয়ের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৮, ১০ অক্টোবর ২০২৫

Google News
পাঞ্জাবি অভিনেতা ভারিন্দর সিংয়ের মৃত্যু

ভারতের জনপ্রিয় অভিনেতা ভারিন্দর সিং ঘুমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। বলিউড সুপারস্টার সালমান খানের 'টাইগার ৩' সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান পার্লামেন্ট সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া এক্সে  তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে অমৃতসরের ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারিন্দর সিং। সেখানেই তার মৃত্যু হয়।

ভারিন্দর সিং ঘুমান ছিলেন পেশাদার বডিবিল্ডার ও অভিনেতা। ২০০৯ সালে তিনি মিস্টার ইন্ডিয়া খেতাব জেতেন এবং মিস্টার এশিয়া প্রতিযোগিতায় রানার-আপ হন।

২০১২ সালে মুক্তি পাওয়া কাবাডি অনস মোর ছিল তার প্রথম পাঞ্জাবি সিনেমা। এরপর তিনি বলিউডের কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের