বাতাসে কান পাতলেই যেন ভেসে আসে তারকাদের প্রেমের গুঞ্জন। আর তারকা যদি হয় বলিউডের, তাহলে সেই গুঞ্জন দিন দিন আরও জোরালো হতে থাকে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে বলিউডে পা রাখা ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে কম কানাঘুষা হয়নি।
কিছুদিন আগে এই অভিনেত্রীর সঙ্গে দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুষের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, ক্রিকেট তারকা শ্রেয়াস আইয়ারের প্রেমে মজেছেন অভিনেত্রী। তবে নতুন এই প্রেমের খবর আদৌ সত্যি কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে অনুরাগীদের মনে। কেননা, ম্রুণাল প্রেমের গুঞ্জন নিয়ে তাঁর প্রতিক্রিয়া তুলে ধরছেন হাস্যরসের ছলে।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং অভিনেতা ধানুষের সঙ্গে ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে জল্পনায় মেতেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তাদের মনে উঠে এসেছেন নানা প্রশ্ন। অনুরাগীদের জল্পনার মাঝেও সরাসরি কোনো ব্যাখ্যা না দিয়ে, সম্প্রতি ইনস্টাগ্রামে এক মজার ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা গেছে, ম্রুণাল আরাম করে বসে আছেন, আর তাঁর মা মাথায় তেল দিয়ে ম্যাসাজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ওরা বলে, আমরা হাসি। পুনশ্চ: গুঞ্জন মানে বিনা মূল্যে জনসংযোগ, আর আমি বিনা মূল্যের জিনিস ভালোবাসি!’ তিনি যদিও কারও নাম উল্লেখ করেননি, তবে সময়ের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝাই যায় যে সাম্প্রতিক জল্পনাগুলোর দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরেই ম্রুণালের সঙ্গে শ্রেয়াস আইয়ারের নাম জড়িয়ে নানা পোস্ট ভাইরাল হয়েছে। রেডিট-এ শুরু হওয়া আলোচনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অন্যান্য প্ল্যাটফর্মে। একইভাবে ম্রুণালের সঙ্গে ধানুষের নাম নিয়েও সমানভাবে গুজব ছড়িয়েছিল। ‘সন অব সরদার ২’ সিনেমার প্রিমিয়ারে তাদের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।
ধানুষ এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ম্রুণালের সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশনও নেটিজেনদের নজরে এসেছে। এত কিছুর পরও প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী; বরং অভিনয় ক্যারিয়ারের দিকে মনোযোগ ধরে রেখেছেন তিনি।
ম্রুণালকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সন অব সরদার ২’ সিনেমায়। সেখানে তাঁর সহশিল্পী ছিলেন অজয় দেবগণ, রবি কিষণ, সঞ্জয় মিশ্রের মতো আলোচিত অভিনেতারা। সিনেমাটি অনেকের মনোযোগ কেড়েছে। এবার ম্রুণালকে নতুন একটি চরিত্রে দেখা যাবে ‘দো দিওয়ানে শহর মে’ নামে সিনেমায়। এটি মুক্তি পাবে আগামী বছর ২০ ফেব্রুয়ারি।
রেডিওটুডে নিউজ/আনাম

