
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বের অন্য কোনো দেশে এমন প্রক্রিয়া ঘটেছে কিনা তার জানা নেই।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ পার্লামেন্টের যুব প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই ছিলো একটি ঐতিহাসিক মুহূর্ত, বিশেষ করে কারণ অসংখ্য তরুণ-তরুণী তখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো।
বিদেশি প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আশা করি, আপনারা আমাদের তরুণদের সঙ্গে দেখা করবেন, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা সম্পর্কে জানবেন।
এ সময় ড. ইউনূস বিশ্বজুড়ে তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, তরুণদের আরও দূরদর্শী ও সাহসী হতে হবে, নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, কারণ তারাই সমাজে অর্থবহ পরিবর্তন আনতে সক্ষম।
রেডিওটুডে নিউজ/আনাম