বিতর্কিত কোম্পানি সর্বনিম্ন দরদাতা

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

Radio Today News

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

বিতর্কিত কোম্পানি সর্বনিম্ন দরদাতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৩, ১০ অক্টোবর ২০২৫

Google News
বিতর্কিত কোম্পানি সর্বনিম্ন দরদাতা

পটুয়াখালীর এক হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহন ও লাইটারিং সেবার দরপত্রে বিতর্কিত একটি কোম্পানি সর্বনিম্ন দরদাতা হয়েছে। জানা গেছে, দরপত্রে সর্বনিম্ন দরদাতা হয়েছে সাউথ এশিয়া এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এসএইইটি), যা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) প্রতিষ্ঠান। মালিকপক্ষের অঙ্গপ্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা হওয়ায় স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা।

জানা যায়, পায়রা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের টেন্ডারে সাতটি কোম্পানি অংশ নেয়। এর মধ্যে তিনটি কোম্পানিকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। এগুলো হলোু দেশ ট্রেডিং করপোরেশন অ্যান্ড বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল (জেভি); তাদের টেন্ডারে বিড মূল্য ধরেছিল ৫৮৯ কোটি ৮২ লাখ টাকা। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসেবে বিএমটিএল বিড মূল্য ধরেছিল ৫৭৫ কোটি ৭৬ লাখ টাকা। আর সর্বনিম্ন দরদাতা হিসেবে এসএইইটি-সিনোট্রান্স জেভি বিড মূল্য দিয়েছিল ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকা।

সংশ্লিষ্টরা মনে করেন, বিসিপিসিএলের মালিক হিসেবে সিএমসির বাংলাদেশি প্রতিষ্ঠান এসএইইটি-সিনোট্রান্স জেভির পায়রায় সর্বনিম্ন দরদাতা হিসেবে তালিকায় নাম আসার বিষয়টি পায়রা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি করবে। তাদের দাবি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা প্রভাব খাটিয়ে সিএমসিকে বিশেষ সুবিধা দিয়েছেন। 

জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বৃহস্পতিবার রাতে সমকালকে বলেন, শুধু পায়রা না রামপাল, আরপিসিএল নোরিনকোতেও এমন সিন্ডিকেট আছে। আমরা এসব ভেঙে দেওয়ার চেষ্টা করছি। দরপত্র আরও উন্মুক্ত করছি। আরপিসিএল-নোরিনকোর কয়লা আনার দরপত্র প্রতিযোগিতার জন্য চারবার বাতিল করেছি। আশা করছি, সবার কাছে একটা বার্তা যাবে।

জানতে চাইলে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, ‘বিষয়টি আমাদের বোর্ড দেখছে। মূলত কম মূল্য আমাদের কাছে মুখ্য। এ বিষয়ে বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।’ 

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) হচ্ছে বাংলাদেশ ও চীনের দুই দেশের একটি যৌথ কোম্পানি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের