আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

Radio Today News

আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪, ১০ অক্টোবর ২০২৫

Google News
আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নিলামের মাধ্যমে আরও ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে চলতি বছরের জুলাই থেকে ধারাবাহিকভাবে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজকের নিলাম হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। যেখানে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা।

এর আগে ১৩ দফায় ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ১৩ জুলাই ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৮টি ব্যাংক থেকে কেনা হয় ১৭ কোটি ১০ লাখ ডলার। ১৫ জুলাই একই দরে কেনা হয় ৩১ কোটি ৩০ লাখ ডলার এবং ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে কেনা হয় আরও এক কোটি ডলার।

গত ৭ আগস্ট ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে চার কোটি ৫০ লাখ ডলার, ১০ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ৮ কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ৬৫ লাখ ডলার, ২৮ আগস্ট ১২১ টাকা ৬৬ পয়সা থেকে ১২১ টাকা ৭০ পয়সা দরে ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে চার কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১৩ কোটি ৪০ লাখ ডলার, ৯ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ২৬ কোটি ৫০ লাখ ডলার, ১৫ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ৩৫ কোটি ৩০ লাখ ডলার, গত ২২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১২ কোটি ৯০ লাখ ডলার, গত ৬ অক্টোবর ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৪০ লাখ ডলার কেনা হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের