
সার্বিয়ার বেলগ্রেড ও সুবোটিকার মধ্যে বুধবার নিয়মিত হাই-স্পিড ট্রেন পরিষেবা চালু হয়েছে, যা দেশের প্রথম ২০০ কিমি প্রতি ঘণ্টা গতিসম্পন্ন রেলপথের পূর্ণাঙ্গ কার্যক্রম। এটি চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ- বিআরআই-এর আওতায় একটি মাইলফলক প্রকল্প।
জাতীয় রেল সংস্থা সার্বিয়াভোজ পরিচালিত ১৮৩.১ কিলোমিটার দীর্ঘ সার্বিয়ান অংশটি রাজধানী বেলগ্রেডকে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। নতুন ইন্টারসিটি ট্রেন এখন মাত্র ৭৯ মিনিটে এই পথ অতিক্রম করছে, যেখানে আগে সময় লাগত পাঁচ ঘণ্টারও বেশি।
উদ্বোধনী প্রচারণা হিসেবে ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত যাত্রীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
এই রেললাইনটি নির্মাণ করেছে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল এবং চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি।
রেডিওটুডে নিউজ/আনাম