শাংহাই ডিজিটাল ইউয়ানের আন্তর্জাতিক অপারেশন সেন্টার

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

রোববার,

১২ অক্টোবর ২০২৫,

২৭ আশ্বিন ১৪৩২

Radio Today News

শাংহাই ডিজিটাল ইউয়ানের আন্তর্জাতিক অপারেশন সেন্টার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৭, ১১ অক্টোবর ২০২৫

Google News
শাংহাই ডিজিটাল ইউয়ানের আন্তর্জাতিক অপারেশন সেন্টার 

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডিজিটাল ইউয়ান আন্তর্জাতিক অপারেশন কেন্দ্র। বুধবার চীনের শাংহাইয়ে চালু হওয়া এই পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল ইউয়ান বা ই-সিএনওয়াই ব্যবহার করে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট, ব্লকচেইন পরিষেবা এবং ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ করা যাবে। যার ফলে ক্রস বর্ডার লেনদেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

পিপলস ব্যাংক অফ চায়নার (পিওবিসি) অধীনে ডিজিটাল কারেন্সি ইনস্টিটিউটের পরিচালনায় এই কেন্দ্রটি ডিজিটাল ইউয়ানের আন্তর্জাতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। ডিজিটাল ইউয়ানের জন্য আন্তঃসীমান্ত ও ব্লকচেইন অবকাঠামো তৈরি ও ব্যবস্থাপনা করাই এর মূল লক্ষ্য। পাশাপাশি দেশীয় ও বিদেশি আর্থিক ব্যবস্থার সাথে সংযোগ বৃদ্ধি করা এবং ডিজিটাল আর্থিক উদ্ভাবনকে উৎসাহিত করবে এই উদ্যোগ।  

পিবিওসি-র ডেপুটি গভর্নর লু লেই বুধবার বলেন, "নতুন কেন্দ্রটি আন্তঃসীমান্ত বাণিজ্য ও বিনিয়োগকে আরও সহজ করবে। এটি কেবল বিশ্বজুড়ে অর্থপ্রদান ব্যবস্থা উন্নত করতে চীনের একটি বলিষ্ঠ পদক্ষেপই নয়, বরং শাংহাইকে একটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করবে।"      

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের