
দক্ষিণ চীনের ওয়ানলং গ্র্যান্ড ব্রিজের স্টিল টাওয়ারের প্রথম অংশটি সফলভাবে স্থাপন করা হয়েছে। সেতুটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম স্প্যানযুক্ত ঝুলন্ত সেতু।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌর নানশা জেলায় অবস্থিত সেতুটির দৈর্ঘ্য ৫ হাজার ১৪৬ মিটার। মূল সেতুটি ১ হাজার ১৫০ মিটার লম্বা এবং প্রধান স্প্যান ৬০৮ মিটার।
একবার সম্পন্ন হলে, সেতুটি শেনচেন-চোংশান চ্যানেল, নানশা-চোংশান এক্সপ্রেসওয়ে এবং লংচু আইল্যান্ড বন্দর এলাকাকে সরাসরি যুক্ত করবে।
বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার জন্য এটি একটি 'সোনালি লজিস্টিক করিডোর' হিসেবে কাজ করবে। শুভ/ফয়সল
এরই সঙ্গে শেষ হলো সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাসেল এবং আমি ঐশী ।
রেডিওটুডে নিউজ/আনাম