
চীনা বিজ্ঞানীরা গবেষণাগারে তৈরি ‘কৃত্রিম সূর্য’-এর প্লাজমা নিয়ন্ত্রণে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এতে টেকসই ফিউশন শক্তি উৎপাদনের সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে নিল চীন। সম্প্রতি নেচার পোর্টফোলিওর বিজ্ঞানপত্রিকা কমিউনিকেশনস ফিজিক্সে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ফিউশন শক্তিকে বলা হয় চূড়ান্ত পরিচ্ছন্ন জ্বালানি, যা সূর্যের মতো প্রক্রিয়ায় দুটি পরমাণুকে মিলিয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। এতে কোনো কার্বন নিঃসরণ হয় না। এ লক্ষ্যে চীনের সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তি হলো টোকামাক। গোলাকার যন্ত্রটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহার করে অতি উত্তপ্ত প্লাজমাকে আবদ্ধ রাখতে পারে।
এ কাজে মূল চ্যালেঞ্জ ছিল প্লাজমাকে দীর্ঘ সময় স্থিতিশীল ও নির্দিষ্ট আকারে ধরে রাখা, যাতে তা ব্যবহৃত শক্তির চেয়ে বেশি শক্তি উৎপন্ন করতে পারে। এই সমস্যার সমাধানে সাউথওয়েস্টার্ন ইনস্টিটিউট অব ফিজিক্স, চ্যচিয়াং বিশ্ববিদ্যালয় এবং চ্যচিয়াং ল্যাব–এর গবেষকেরা যৌথভাবে তৈরি করেছেন নতুন একটি ডেটা-চালিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটি সম্পূর্ণভাবে চীনের সর্বাধুনিক ফিউশন ডিভাইস হুয়ানলিউ-৩ টোকামাক–এর পূর্ববর্তী পরীক্ষার ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত।
রেডিওটুডে নিউজ/আনাম