
ধীরে ধীরে বিদায় নিচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা)। ভোরের শিশির আর কুয়াশা যেন জানান দিচ্ছে, শীতের আগমন আর খুব দূরে নয়। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে এরই মধ্যে শীতের আমেজ স্পষ্ট। সেখানকার প্রান্তিক জনপদে সকাল সকাল কুয়াশার চাদরে ঢেকে থাকছে পথঘাট, যেন শরতের মাঝেই পৌঁছে গেছে শীতের দ্বারপ্রান্তে।
আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, চলতি বছরের শেষভাগে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে দু-একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে।
অক্টোবরের প্রথমার্ধেই দেশের আকাশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেতে পারে। তবে তা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি আগামী তিন মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
অক্টোবর থেকেই দেশের বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার আশঙ্কা বেশি।
শুধু উত্তরাঞ্চল নয়, দেশের অন্যান্য অঞ্চলেও ধীরে ধীরে শীতের পূর্বলক্ষণ স্পষ্ট হতে শুরু করেছে। শহরের ঘাসের ডগায় জমে থাকা শিশির, হালকা ঠাণ্ডা হাওয়া আর মেঘলা আকাশ মিলিয়ে প্রকৃতিতে এসেছে পরিবর্তনের ছোঁয়া।
রেডিওটুডে নিউজ/আনাম