গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৮ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ১৩ অক্টোবর ২০২৫

Google News
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প

 গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে অংশ নিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে অবতরণ করেছেন।

শার্ম আল শেখ থেকে এএফপি এ খবর জানায়।

ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ সোমবার শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা।

সোমবার ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে সফর শেষে শার্ম আল শেখে পৌঁছছেন। সেখানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথভাবে শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন। এতে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নিচ্ছেন।

এ সম্মেলন ‘গাজার যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন যুগের সূচনা’ করবে বলে জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্সি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের