
ফিলিস্তিনের গাজায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সারের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ৬৭ হাজার ৮৬৯ জন। যুদ্ধে নিহতদের মৃতদেহ উদ্ধার অব্যাহত থাকায় এই সংখ্যা বাড়ছে।
গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি গাজায় যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। এরপর দলে দলে গাজাবাসী ঘরে ফিরছে। বাসিন্দারা নিজ এলাকায় ফিরে যাওয়ার পর নতুন করে মৃতদেহ উদ্ধার হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম