
চীনের সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বিনিময় বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণ। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দুসিত প্রাসাদে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত চাং চিয়ানওয়ের কাছ থেকে শংসাপত্র গ্রহণকালে এই মন্তব্য করেন তিনি।
থাই রাজা বলেন, থাইল্যান্ড ও চীন দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দুই দেশের জনগণের মধ্যে রয়েছে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক।
রাষ্ট্রদূত চাং চিয়ানওয়ে বলেন, চীন ও থাইল্যান্ড শুধু ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, বরং একে অপরের বিশ্বস্ত বন্ধু, আত্মীয়তা সম্পর্কের মতো ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য অংশীদার।
তিনি আরও বলেন, চীন-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে, আমরা দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
রেডিওটুডে নিউজ/আনাম