আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই: ধর্ম উপদেষ্টা

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫,

২৮ আশ্বিন ১৪৩২

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫,

২৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই: ধর্ম উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২০, ১৩ অক্টোবর ২০২৫

Google News
আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই। সেফ এক্সিট দরকার নেই।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। 

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম আগাচ্ছে না সরকার। তিনি জানান, স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন।  

আরেক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, ৯৯০ হজ এজেন্সির প্রায় ৩৮ কোটি টাকা হজ ওমরাহ খাতে অব্যবহৃত ছিলো যা ফেরত বুঝিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৬০ হাজার জন হজে যেতে নিবন্ধন করেছেন বলেও জানান তিনি।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের