
তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরানোর পর দ্রুত উইকেট তুলে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে এসে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবি। তার অপরাজিত ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।
আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন ইব্রাহিম জাদরান।
দুই ওপেনার ইব্রাহিম ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে দারুণ শুরু করে আফগানিস্তান। ফিফটির পথে থাকা গুরবাজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন তানভির ইসলাম। ৪২ রান করা এই ওপেনার ফিরলে ভাঙে ৯৯ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রান করছেন তিনি। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগানদের ইনিংসে। সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে দুইশর আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
তবে শেষদিকে আবারো ঝড় তোলেন নবি। একাই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। শেষ দুই ওভারে তুলেন ৪৪ রান। নিজের ফিফটি করেন মাত্র ৩৫ বলে। তাতে বড় সংগ্রহ পায় তার দল।
রেডিওটুডে নিউজ/আনাম