আফগানদের ১৪৩ রানে আটকাল বাংলাদেশ

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

আফগানদের ১৪৩ রানে আটকাল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩০, ৫ অক্টোবর ২০২৫

Google News
আফগানদের ১৪৩ রানে আটকাল বাংলাদেশ

শারজাহতে রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টস জিতে বোলিং নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে তুলে নেয় ৩ উইকেট। সেখান থেকে ৯৮ রানের আট উইকেট হয়ে যায় আফগানরা। তবে শেষটায় দারভিশ রাসুলি ও মুজিব উরের ব্যাটে ৯ উইকেটে ১৪৩ রান তুলেছে আফগানিস্তন।

প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করায় শেষ ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। তবে ফিজের অভাব টের পেতে দেননি নাসুম আহমেদ, সাইফউদ্দিনরা।

শুরুতে ওপেনার ইব্রাহিম জাদরানকে (৭) ক্যাচে পরিণত করেন শরিফুল ইসলাম। পরেই নাসুম আহমেদের বলে শামীম হোসেনের হাতে দারুণ ক্যাচে হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১২)। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করেন সাইফউদ্দিন।

পরে আজমতুল্লাহ ওমরজাই (৩) ও মোহাম্মদ নবী (১) ব্যর্থ হয়ে ফেরেন। আশা দেওয়া সাদিকুল্লাহ আতাল ২৮ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে আফগানরা। টিকে ছিলেন চারে নামা দারভিশ রাসুলি। তিনি নবম ব্যাটার হিসেবে ২৯ বলে ৩২ রান করে সাজঘরে ফিরে যান। তার ব্যাট থেকে দুটি চার ও একটি ছক্কা আসে। 

মুজিব উর ১৮ বলে ২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি চারটি চার মারেন। তার আগে রশিদ খান ১২ রান যোগ করেন। 

বাংলাদেশ দলের হয়ে স্পিনার নাসুম ও পেসার তানজিম সাকিব সমান ৪ ওভারে ২৪ করে রান দিয়ে ২ উইকেট নেন। সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। পেসার শরিফুল ও লেগ স্পিনার রিশাদ হোসেন কিছুটা খরুচে ছিলেন। তারা ৪ ওভারে যথাক্রমে ৩৩ ও ৩৯ রান দিয়ে ১টি করে উইকেট নিতে পারেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের