
সোহান-শরিফুল নৈপুণ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। একইসঙ্গে, হাতছানি দিচ্ছে হোয়াইটওয়াশের স্বপ্ন। ম্যাচে কিপ্টে বোলিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমে দলের জয়ে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে জয় বাংলাদেশের। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় টাইগারদের আনন্দ উদযাপন।
১৪৮ রানের টার্গেট। টি-টোয়েন্টিতে যা মোটেও বড় লক্ষ্য নয়। তবে এদিন শুরুতেই ব্যাট হাতে হতাশ করেছেন বাংলাদেশি টপ অর্ডার। প্রথম ম্যাচে দুর্দান্ত করা তানজিদ তামিম-পারভেজ ইমনরা স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের সংখ্যা। ভালো শুরু পাওয়া সাইফ হাসান ফেরেন ব্যক্তিগত ১৮ রান করে। মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।
সেই চাপ কিছুটা হলেও সামাল দিয়েছেন শামীম পাটোয়ারি ও অধিনায়ক জাকের আলি অনিক। দুজন মিলে অর্ধশতকের বেশি রানের জুটি উপহার দেন বাংলাদেশকে। তবে ইনিংস বড় করতে পারেননি জাকের। ৩২ রান করে সাজঘরে ফিরতে হয় জাকেরকে। এরপর শামীম আউট হলে হারের শঙ্কা জেকে বসে টাইগার শিবিরে। মাত্র ৭ রানের মাথায় আরও ৩ উইকেট হারালে সেই শঙ্কা আরও বেড়ে যায় বাংলাদেশের।
তবে একপাশ আগলে রাখা নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিং করে টিকে থাকেন ক্রিজে। শেষদিকে শরিফুল নেমেই হাঁকান বাউন্ডারি। যেন হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশের সমর্থকরা। শেষ পর্যন্ত ২ উইকেটের জয় নিয়ে মাঠে ছাড়েন শরিফুল আর সোহান।
এর আগে, প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে শুরুটা ভালোই করেন আফগান দুই ওপেনার সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ওপেনার জাদরান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন নাসুম ও রিশাদ। ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে এক উইকেট নেন শরিফুল ইসলাম।
কিপ্টে বোলিং আর গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন দলে প্রত্যাবর্তন করা পেসার শরিফুল ইসলাম।
রেডিওটুডে নিউজ/আনাম