
নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্য অভিষিক্ত ঝিলিকের ফিফটিতে ১১৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় টাইগ্রেসরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় পাকিস্তান। মারুফার সুইংয়ে পরাস্ত হয়ে পরপর দুই বলেই সাঝঘরে ফেরেন ওমাইনা সোহাইল ও সিদরা আমিন। দু’জনকেই বোল্ড করেন মারুফা।
মিডল অর্ডারের তিন ব্যাটার আলিয়া রিয়াজ, সিদরা নেওয়াজ এবং ফাতিমা সানা দলীয় স্কোর ১০০ পর্যন্ত টেনে নিলেও ম্যাচের লাগাম ছিল বাংলাদেশের হাতেই।
দুই স্পিনার ফাহিমা-রাবেয়ার পর পাকিস্তানের ইনিংস দ্রুত শেষ করেন স্বর্ণা আক্তার। পেয়েছেন ৩ উইকেট।
ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। ফারজানা ফিরে গেলেও ব্যাট হাতে সাবলীল ছিলেন রুবিয়া হায়দার ঝিলিক।
অভিষেক ম্যাচেই পেয়েছেন ফিফটি। মাঝে অধিনায়ক জ্যোতি ২৩ রানের ইনিংস খেলে আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। ১১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
রেডিওটুডে নিউজ/আনাম