
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে এখন হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১৪ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন হংকং অ্যাওয়ে ম্যাচ জিতেছে আমরাও পারব। আর ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন হার থেকে শিক্ষা নিয়েছেন তারা।
সফরের প্রথম দিনে ট্যাকটিক্যাল অনুশীলন না করালেও তাই-পো-স্পোর্টস গ্রাউন্ডে গা গরমের অনুশীলন করেছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
এছাড়াও হংকং, চায়নার বিপক্ষে একাদশে খেলা ফুটবলারদের নিয়ে আলাদা করে রিকোভারি সেশন করেছেন সহকারী কোচ হাসান আল মামুন ও ডেভিড গোমেজ।
এএফসি এশিয়ান কাপে ভারত বিপক্ষে ড্র, এরপর সিঙ্গাপুর ও হংকং, চায়নার বিপক্ষে টানা হারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পয়েন্ট খোয়ানোর পর এবার ফিরতি ম্যাচে হংকং, চায়না বিপক্ষে জরের বিকল্প নেই হামজা-জামাল ভূঁইয়াদের।
রেডিওটুডে নিউজ/আনাম