
ফিফা প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়েছে আর্জেন্টিনা। আজ শনিবার (১১ অক্টোবর) মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ১-০ গোলের জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিন মেসিকে দলেই রাখেননি লিওনেল স্কালোনি। অধিনায়ককে ছাড়া অবশ্য খারাপ করেনি আর্জেন্টিনা। প্রত্যাশা অনুযায়ী গোল না এলেও পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছেন আলভারেজ-লো সেলসোরা।
আর্জেন্টিনা ম্যাচের একমাত্র পায় ৩১তম মিনিটে। রিয়াল বেতিস মিডফিল্ডার জিওভানি লো সেলসো লাউতারো মার্টিনেজের সহায়তায় স্কোরশিটে তোলেন নাম।
এই গোলের আগে পরে ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কন্ত্রেরাসের অসংখ্য পরীক্ষা নেন মার্টিনেজরা। তবে প্রতিবারই পাস করে যান কন্ত্রেরাস। গোটা ম্যাচে ১০টি সেভ দেন তিনি।
ম্যাচের শেষের দিকে গোলের নেশায় ভেনেজুয়েলাকে আরও বেশি চেপে ধরে আর্জেন্টিনা। তবে তিন কাঠির নিচে দাঁড়ানো গোলরক্ষকের কারণে বড় ব্যবধানে হারতে হয়নি ভেনেজুয়েলাকে।
রেডিওটুডে নিউজ/আনাম