এডেন উপসাগরে এসকর্ট মিশনে নতুন নৌবহর পাঠালো চীন

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

এডেন উপসাগরে এসকর্ট মিশনে নতুন নৌবহর পাঠালো চীন 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৮, ১৪ অক্টোবর ২০২৫

Google News
এডেন উপসাগরে এসকর্ট মিশনে নতুন নৌবহর পাঠালো চীন 

এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলে এসকর্ট মিশনের দায়িত্ব নিতে নতুন নৌবহর পাঠিয়েছে চীন। শনিবার পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও নৌঘাঁটি থেকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম বহরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

নতুন এই বহরে রয়েছে একটি মিসাইল ধ্বংসকারী জাহাজ, একটি মিসাইল ফ্রিগেট এবং একটি সরবরাহ জাহাজ। বহরের সঙ্গে রয়েছে আরও দুটি হেলিকপ্টার ও বিশেষ বাহিনীর সদস্য, যারা পুরো অভিযানে নিরাপত্তা ও কৌশলগত সহায়তা দেবে।

২০০৮ সালের ডিসেম্বর থেকে নিয়মিতভাবে এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলে নৌবহর পাঠিয়ে আসছে চীন। এর লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, জলদস্যুতা প্রতিরোধ করা এবং সমুদ্রপথে শান্তিপূর্ণ নৌচলাচল বজায় রাখা। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের