শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’, আজ হামলা হলেই কঠোর কর্মসূচি

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’, আজ হামলা হলেই কঠোর কর্মসূচি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৬, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:০২, ১৪ অক্টোবর ২০২৫

Google News
শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’, আজ হামলা হলেই কঠোর কর্মসূচি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।

এদিন দুপুর ১২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সময় পেরিয়ে গেলেও শিক্ষকরা শহীদ মিনারেই অবস্থান করছিলেন। তারা জানান, অল্প কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ের দিকে যাত্রা শুরু করবেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে, সমমনা শিক্ষক-কর্মচারীরা সারা দেশে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত শিক্ষকরা জানান, দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা। তবে কর্মসূচিতে কোনো ধরনের বাধা বা হামলা হলেই আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব আবুল বাশার।

সকালেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “দুপুরে আমরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করব। শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

এ দিকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে নিয়মিত কর্মবিরতি পালন করছেন। তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না এবং কোনো পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছেন না। শিক্ষকেরা স্কুল প্রাঙ্গণ, টিচার্স লাউঞ্জ বা অফিসকক্ষেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের