ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৬, ১৪ অক্টোবর ২০২৫

Google News
ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর

দেশের বাজারে বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন বিক্রি হতো ১৮৯ টাকায়।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়।

এই নতুন দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।

একইভাবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে। এছাড়া, খোলা পাম তেলের দামও বাড়ানো হয়েছে।

এখন থেকে প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের