‘শাপলা’ প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

‘শাপলা’ প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৯, ১৪ অক্টোবর ২০২৫

Google News
‘শাপলা’ প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে

এবার ‘শাপলা’ প্রতীকের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ‘বাংলাদেশ কংগ্রেস’ নামের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আজ সোমবার দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম তাদের নামে বরাদ্দ থাকা ডাব প্রতীকের বদলে শাপলা চেয়ে আবেদন করেন। বাংলাদেশ কংগ্রেসের দপ্তর সম্পাদক তুষার রহমান আবেদনপত্রটি ইসিতে জমা দেন।

২০১৯ সালের ৯ মে নিবন্ধত ৪৪ নম্বর দল হিসেবে ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। ছয় বছর আগে নিবন্ধিত দলটি এমন এক সময়ে শাপলা প্রতীক চাইলে, যখন প্রতীকটির বরাদ্দ চেয়ে সোচ্চার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির তালিকাভুক্ত না হওয়াসহ জাতীয় প্রতীক হওয়ার কারণে ‘শাপলা’ এনসিপিকে দেওয়া যাবে না বলে ইসি জানিয়েছে। এ নিয়ে নিবন্ধনের অপেক্ষায় থাকা এনসিপির সঙ্গে ইসির টানাপোড়েনও চলে আসছে। গত জুনে ‘শাপলা’ বা দোয়েল পাখি প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করে নিরাশ হতে হয় নাগরিক ঐক্যকে।

জানতে চাইলে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম বলেন, ‘আমরাই শাপলা প্রতীকের প্রথম দাবিদার। এখন নির্বাচন কমিশন কাউকে এ প্রতীক বরাদ্দ দিলে প্রথমেই বাংলাদেশ কংগ্রেসকে দিতে হবে। এ জন্যই আমরা আবেদন করেছি।’

আবেদনে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছিল। তবে ২০১৭ সালে নিবন্ধন আবেদনের সময় কমিশনের তরফে বলা হয়, শাপলা জাতীয় প্রতীক; এটি দলীয় প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশনের এমন কথার পরিপ্রেক্ষিতে আমরা ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেই, যদিও আবেদনপত্রের সঙ্গে জমাকৃত কাগজপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলার ছবি ছিল। সে সময় নিবন্ধন না পাওয়ায় দলটি আদালতের দ্বারস্থ হয়। এর পর ২০১৯ সালে আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দেয় ইসি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের