প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৩, ১৪ অক্টোবর ২০২৫

Google News
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ

রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি সোমবার (রোম সময়) ইতালির রাজধানীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিওএফএফ) এর পূর্ণাঙ্গ অধিবেশনের পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা রোমের মেয়রকে বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা করার জন্য প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ইতালীয় সমাজে বাংলাদেশিদের সফল সাংস্কৃতিক অন্তর্ভুক্তি ও অবদান যেমন প্রশংসনীয়, তেমনি তারা বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।  বাংলাদেশি অভিবাসীদের ভালোভাবে দেখভাল করার জন্য আপনাকে ধন্যবাদ।’

মেয়র গুয়ালটিয়েরি রোমের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন।

পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিওএফএফ) এর পূর্ণাঙ্গ অধিবেশনের পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের