সেপ্টেম্বরে ৫০৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ৯৬৪

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

সেপ্টেম্বরে ৫০৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ৯৬৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৯, ১৪ অক্টোবর ২০২৫

Google News
সেপ্টেম্বরে ৫০৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ৯৬৪

সেপ্টেম্বরে দেশের গণমাধ্যমে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত, ৯৬৪ জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে। মন তথ্য জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, ব্যাটারীচালিত অটোরিক্সার নিবন্ধন দেওয়া হলে দেশে সড়ক দুর্ঘটনা দিগুন হবে।

মঙ্গলবার সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো প্রেস বার্তায় এ কথা বলা হয়।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত, ০৩ জন আহতের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। তথ্যমতে, নৌ পথে ১৩ টি দুর্ঘটনায় নিহত ১৭ জন, আহত ১৫ জন ও ০৩ জন নিখোঁজ রয়েছে।

সংগঠনটির হিসাব বলছে, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৬৭ টি দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত এবং ৯৮২ জন আহত হয়েছে। এই সময়ে ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন নিহত, ১৮৮ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭.৮৯ শতাংশ, নিহতের ৩৯.৬৪ শতাংশ ও আহতের ১৯.৫০ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১২৬টি সড়ক দুর্ঘটনায় ১২২ জন নিহত ও ২১৬ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে ২২টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে।

সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার ব্যাটারীচালিত অটোরিক্সার নিবন্ধন দেওয়ার উদ্যোগের পরিকল্পনায় গলদ থাকায় এই অটো নিবন্ধন দেওয়া হলে দেশে সড়ক দুর্ঘটনা দিগুন হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের