ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের না সরালে মুখোশ উন্মোচন করা হবে: ডা. তাহের

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের না সরালে মুখোশ উন্মোচন করা হবে: ডা. তাহের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১১, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:১২, ১৪ অক্টোবর ২০২৫

Google News
ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের না সরালে মুখোশ উন্মোচন করা হবে: ডা. তাহের

বর্তমান সরকারের চার-পাঁচজন উপদেষ্টা একটি দলের পক্ষে নিয়োগ নিয়ন্ত্রণ করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দলীয় সরকারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জাামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি দলের লোকদের বসিয়ে যে নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র চলছে, তাতে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন লক্ষণ দেখিনা। তিনি অবিলম্বে ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের সরানোর দাবি জানান। অন্যথায় জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মৎস্যভবন মোড়ে পাঁচ দফা দাবিতে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত এই মানববন্ধন শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও একই কর্মসূচি পালন করে জামায়াত সহ সমমনা সাতটি দল।

ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনের জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে আমরা নিরপেক্ষ লোক নিয়োগ দিতে সরকারকে অনুরোধ জানিয়েছিলা। সরকার আমাদেরকে আশ্বাস দিলেও পরে এমন লোককে নিয়োগ দেয়া হয়েছে, যার অতীত ইতিহাস লম্বা এবং একটি দলের অনুগত।

তিনি সরকারকে দৃষ্ট আকর্ষণ করে বলেন, প্রশাসনে যে ষড়যন্ত্র চলছে তা বন্ধ করুন। নিরপেক্ষ লোকদের পদায়ন করুন। না হলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা তাদের সব রেকর্ড সহ মুখোশ উন্মোচন করে দিব।

বর্তমান সরকার জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জনগণেল আকাঙ্খার সঙ্গে বেঈমানি করছে দাবি করে বলেন, অতীতে জনগণের সঙ্গে বেঈমানি করে যারা বিতাড়িত হয়েছে, আপনাদের অবস্থা তার চেয়ে ভয়াবহ হবে।

ডা. তাহের ষযযন্ত্রকারী উপদেষ্টাদের সরানোর পাশাপাশি নভেম্বরে গণভোট প্রদান, পিআর পদ্ধতি বাস্তবায়ন, খুনীদের দৃশ্যমান ন্যায়বিচার সহ জামায়াতের সব দাবি মেনে নেয়ার আহবান জানান।
অন্যথায় আন্দোলন সবেমাত্রা শুরু হয়েছে এবং দাবি আদায়ে পর্যায়ক্রমে যা যা করা দরকার তা করা হবে।

এ সময় সভাপতির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, আমাদের দাবি পরিস্কার। পাঁচ দফা গণদাবি অবিলম্বে মেনে নিন। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিন। দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম।  মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করীমের পরিচালনায় এতে আরো বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ। এসময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন উপস্থিত ছিলেন।
এদিকে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত অনুষ্ঠিত মানবন্ধনে মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের