বন্যায় বিপর্যস্ত মেক্সিকোতে মৃত বেড়ে ৬৪, নিখোঁজ ৬৫

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

বন্যায় বিপর্যস্ত মেক্সিকোতে মৃত বেড়ে ৬৪, নিখোঁজ ৬৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১৪ অক্টোবর ২০২৫

Google News
বন্যায় বিপর্যস্ত মেক্সিকোতে মৃত বেড়ে ৬৪, নিখোঁজ ৬৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬৫ জন নিখোঁজ রয়েছেন। টানা প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় কয়েকটি রাজ্যের সড়ক নদীতে পরিণত হয়েছে এবং সেতু ও রাস্তাঘাট ভেসে গেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মেক্সিকোর জাতীয় নাগরিক সুরক্ষা সমন্বয়ের (সিএনপিসি) এক বিবৃতি বলা হয়েছে, গত সপ্তাহ থেকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় প্রিসিলা ও রেমন্ডের কারণে তীব্র বৃষ্টিপাতের ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পোজা রিকা প্রদেশ। পোজারিকাসহ আরও কয়েকটি এলাকার মানুষ পানি ও বিদ্যুৎহীন রয়েছে।
 
বন্যায় প্রাণহানির ঘটনায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেন, দুর্যোগকবলিত এলাকার বাসিন্দাদের সহায়তার জন্য জরুরি পরিষেবার কয়েকটি দলকে নির্দেশনা দেয়া হয়েছে।
 
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পোশাক, পানি, খাবারসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে রাজ্যগুলোতে অতিরিক্ত জনবল পাঠানো হয়েছে।
 
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েক বছলের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রাকৃতিক এই দুর্যোগে আড়াই লাখের বেশি মানুষ ক্ষতিগস্ত এবং ৫০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের