ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝরল তিন প্রাণ

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

Radio Today News

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝরল তিন প্রাণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৫, ১৫ অক্টোবর ২০২৫

Google News
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝরল তিন প্রাণ

এক ট্রাককে অতিক্রমকালে আরেক ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন বাসের তিন যাত্রী। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার (১৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যাইনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ ঘটনায় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘নিহত ওই তিন বাসযাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের