সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বিজিবি সদস্যের পা

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫,

২৮ আশ্বিন ১৪৩২

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫,

২৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বিজিবি সদস্যের পা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫০, ১৩ অক্টোবর ২০২৫

Google News
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বিজিবি সদস্যের পা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আকতার হোসেন নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। রোববার সকালে ঘুমধুম সীমান্তের পেয়ারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আকতার হোসেন বিজিবি-৩৪ কক্সবাজার ব্যাটালিয়নের রেজু-আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে পেয়ারাবুনিয়া এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় একটি স্থলমাইন বিস্ফোরণ হলে আকতার হোসেন গুরুতর আহত হন। বিস্ফোরণে তাঁর গোড়ালিসহ ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। টহল দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে রামু সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল।

নাইক্ষ্যংছড়ির ইউএনও মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবির এক সদস্য আহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি সূত্র জানিয়েছে, দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় প্রায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্থলমাইন বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ২০২৩ সালে ৩ জন, ২০২৪ সালে ৩ জন এবং ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১০ জন আহত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের