
ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে সহজ জয় পেয়েছে তিন ইউরোপিয়ান জায়ান্ট স্পেন, ইতালি এবং ইংল্যান্ড। তবে ঘরের মাঠে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল।
বেলারুশের বিপক্ষে স্পেনের হয়ে ম্যাচের ৩৫ মিনিটে গোল করেন মিকেল মেরিনো। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। একপেশে ম্যাচের ৭৯ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বেলারুশ। আর যোগ করা সময়ে পেনাল্টিতে স্পেনের চতুর্থ গোল করেন মিকেল ওরাইজাবাল।
ঘরের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ইতালিও। ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে জেনারো গাত্তুসোর শিষ্যরা। জোড়া গোল করেছেন মাতেও রেতেগুই। ম্যাচের অপর গোল জিয়ানলুকা মানচিনির।
রাতের বড় ম্যাচে পর্তুগালের বিপক্ষে হাঙ্গেরিকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন আতিলা সাজালাই। তবে প্রথমার্ধেই পরপর দুই গোল আদায় করে নেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শেষ সময়ে ডমিনিক সবোস্লাই গোল করলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
রেডিওটুডে নিউজ/আনাম