
দিনের শুভেচ্ছা সফরে কম্বোডিয়ার দক্ষিণ-পশ্চিমের সিহানুকভিলে পৌছেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর জাহাজ 'ছি চিকুয়াং' এবং 'ইমেংশান'।
সম্প্রতি জাহাজ দুটি গত সিহানুকভিল অটোনোমাস পোর্টের জেটিতে নোঙর করে। এই জাহাজ দুটি নৌবাহিনীর ৮৩ নম্বর ফ্লিটের অংশ। জাহাজগুলো বর্তমানে সমুদ্রপথে ইন্টার্নশিপ সফরে রয়েছে।
জাহাজ দুটিকে স্বাগত জানাতে জেটিতে উপস্থিত ছিলেন ৩০০ জনেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে ছিলেন কম্বোডিয়ায় নিযুক্ত চীনা দূতাবাস ও কনস্যুলেটের কর্মীরা, চীন-অর্থায়নকৃত প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাসী চীনা এবং কম্বোডিয়ান সরকার ও সামরিক বাহিনীর প্রতিনিধিরা।
রেডিওটুডে নিউজ/আনাম