কর পরিধি বাড়াতে শুল্ক ও ভ্যাট প্রশাসনের পুনর্গঠন এনবিআরের

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

Radio Today News

কর পরিধি বাড়াতে শুল্ক ও ভ্যাট প্রশাসনের পুনর্গঠন এনবিআরের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৮, ১৫ অক্টোবর ২০২৫

Google News
কর পরিধি বাড়াতে শুল্ক ও ভ্যাট প্রশাসনের পুনর্গঠন এনবিআরের

কর পরিধি ও রাজস্ব আহরণ বাড়াতে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রশাসনে বড় ধরনের সংস্কার এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে।

মঙ্গলবার সরকারি আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) জানায়, এই সংস্কার উদ্যোগে কাঠামোগত পুনর্গঠন ও জনবল উভয়ই করা হবে। 

অন্যদিকে, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মোট ৩ হাজার ৫৯৭টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। যার মধ্যে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩ হাজার ২২৪টি নন-ক্যাডার। এসব পদ নতুন ও বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষ ইউনিটে যোগ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পদক্ষেপের লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো, অর্থনৈতিক স্বনির্ভরতা জোরদার, সেবার মান উন্নত করা এবং আরও কার্যকর ও গতিশীল পরোক্ষ কর ব্যবস্থার মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা।

এনবিআর প্রস্তাবিত সংস্কার ও সম্প্রসারণ পরিকল্পনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এরপর চূড়ান্ত আদেশ জারি করেছে আইআরডি।

নতুন কাঠামো অনুযায়ী, তিন ধাপে ৫টি নতুন ভ্যাট কমিশনারেট, ৪টি নতুন কাস্টমস হাউস ও ৩টি বিশেষায়িত কার্যালয় গঠন করা হবে।

এই ১২টি নতুন ইউনিট গঠনের পাশাপাশি, সরকারি আদেশে বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস এবং বিশেষ শাখাগুলোর পরিধি বাড়ানোর কথাও বলা হয়েছে। এতে ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাস্টমস কার্যক্রম পরিচালনার পাশাপাশি কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

এনবিআর আশা করছে, শুল্ক ও ভ্যাট প্রশাসনের এই প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ পরোক্ষ কর আহরণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করবে, কর-জিডিপি’র অনুপাত বাড়াবে, বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের