
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারকে ব্লাকমেইল করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, সরকারের কাছ থেকে সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় এসব বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা শোভনীয় নয়। এসময় সরকারের অভ্যন্তরীণ কথা ফাঁস করার পাঁয়তারার প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা রাজনৈতিক দলের কাজ না।
নির্বাচনের আগে কোনো দলের কথায় ডিসি, এসপি পরিবর্তন করলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কার কথা জানান তিনি।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে ব্যবহার করে নীল নকশার নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ও তাদের কথোপকথনের রেকর্ড তাদের কাছে রয়েছে। সময়মতো সংশোধন না হলে জনগণের সামনে সব প্রকাশ করা হবে।
ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন মন্তব্যের প্রতিবাদেই আজ এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
পাশাপাশি আওয়ামী লীগের গণহত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে কলোনি হিসেবে বাংলাদেশকে শোষণ করেছে ভারত।
ঐক্যবদ্ধ না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হবে।
রেডিওটুডে নিউজ/আনাম