জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে: মির্জা ফখরুল

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

Radio Today News

জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩০, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩১, ১৫ অক্টোবর ২০২৫

Google News
জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে: মির্জা ফখরুল

পিআর ও গণভোট সাধারণ মানুষ বুঝে না দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে, যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায়।

বিএনপি মহাসচিবের মতে, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা সকলে একসাথে চলতে চাই, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, ‘দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। পিআর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রার্থীকে নয়, দলকে ভোট প্রদান করতে হবে। সাধারণ মানুষ যদি তার প্রার্থীর কাছে না যেতে পারে, তার প্রার্থীকে না চিনতে পারে তাহলে তারা যাবে কোথায়? সাধারণ মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ মানুষের চাকরির ব্যবস্থা করবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হবে। কারণ, কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার বসে থাকে না। প্রতিটি পরিবারকে একটি করে কার্ড প্রদান করা হবে। নারীরা সেই কার্ড নিয়ে দেশের সকল সুবিধা ভোগ করবেন। সবাই তাদের গুরুত্ব প্রদান করবেন।’

উল্লেখ্য, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের