মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে: ঢামেক পরিচালক

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

Radio Today News

মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে: ঢামেক পরিচালক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৬, ১৫ অক্টোবর ২০২৫

Google News
মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে: ঢামেক পরিচালক

রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে অবস্থিত একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ বুধবার (১৫ অক্টোবর) ঢামেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুরের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জন পুরুষ ও সাতজন নারী নিহত হয়েছেন। মরদেহগুলো এমনভাবে বিকৃত হয়েছে যে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত স্বজনরা এসে ১০ জনকে শনাক্তের দাবি করেছেন, তবে জেলা প্রশাসন বা পুলিশ যাচাই ছাড়া মরদেহ হস্তান্তর করছে না।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আরও জানান, ফরেনসিক মেডিসিন বিভাগের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহগুলো দ্রুত প্রশাসন ও পুলিশের সহযোগিতায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

ঘটনার এক দিন পরও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়েছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ। এতে ‘রাইজিং’সহ আশপাশের বেশ কয়েকটি কারখানার ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। নিরাপত্তার কারণে কিছু প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে, এবং আশপাশের কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর রূপনগরের শাহ আলম কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের