যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মতো প্রতিরক্ষা চুক্তি করতে চায় সৌদি

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মতো প্রতিরক্ষা চুক্তি করতে চায় সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১৭ অক্টোবর ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মতো প্রতিরক্ষা চুক্তি করতে চায় সৌদি

আগামী মাসে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চায় সৌদি আরব। আজ শুক্রবার (১৭ অক্টোবর) ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় চুক্তিটি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমস-কে বলেন, যুবরাজের সফরের সময় কিছু চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আলোচনা চলছে, তবে বিষয়টির বিস্তারিত এখনো চূড়ান্ত নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনাধীন এই চুক্তিটি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-কাতার প্রতিরক্ষা চুক্তির অনুরূপ হতে পারে। সেই চুক্তিতে বলা হয়েছিল, কাতারের ওপর কোনো সশস্ত্র হামলা হলে তা যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। ইসরায়েল গত মাসে দোহায় হামাস নেতাদের হত্যাচেষ্টা চালানোর পর যুক্তরাষ্ট্র-কাতার চুক্তিটি হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ফাইন্যান্সিয়াল টাইমস-কে জানায়, সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা অঞ্চলীয় কৌশলের মজবুত ভিত্তি। তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত জানাতে তারা অস্বীকৃতি জানায়।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস এবং সৌদি সরকার কারও পক্ষ থেকে রয়টার্স-কে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

দীর্ঘদিন ধরেই রিয়াদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতার চুক্তির মতো নিরাপত্তা নিশ্চয়তা চাইছে, যা ওয়াশিংটনের মধ্যস্থতায় সৌদি আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টার অংশ।

উল্লেখ্য, গত মাসেই সৌদি আরব পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের