আরো ২ জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

আরো ২ জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ১৬ অক্টোবর ২০২৫

Google News
আরো ২ জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস

ইসরায়েলকে আরো দুইজন জিম্মির মরদেহ ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের মরদেহসহ কফিন পেয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে আরো জানিয়েছে, মরদেহগুলো শনাক্তকরণে কাজ চলছে। 

এদিকে হামাস জানিয়েছে, গাজার ধ্বংসস্তূপ থেকে বাকি নিহতদের উদ্ধারের জন্য তাদের সময় এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন।

তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তারা যে সকল জিম্মিদের কাছে পৌঁছাতে সক্ষম তাদের সকলের মৃতদেহ ফিরিয়ে দেওয়া হয়েছে। 
তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামাস যদি চুক্তি মেনে না চলে, তাহলে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও যুদ্ধ শুরু করতে পারে। 

২০-দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে হালনাগাদ তথ্য প্রদানকারী জ্যেষ্ঠ মার্কিন উপদেষ্টারা বলেছেন, হামাস বাকি মৃত জিম্মিদের দেহাবশেষ উদ্ধার না করে চুক্তি ভঙ্গ করেছে বলে মনে করছে না মার্কিন সরকার। 

উপদেষ্টারা যুক্তি দিয়েছেন, হামাস জীবিত জিম্মিদের ফিরিয়ে দিয়ে সৎ বিশ্বাসের সঙ্গে কাজ করেছে এবং জিম্মিদের দেহাবশেষ খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করছে।

বুধবার রাতে ফেরত দেওয়া দুটি মৃতদেহ যদি জিম্মিদের বলে নিশ্চিত হয়, তাহলে এর অর্থ হবে গাজায় এখনও ১৯ জিম্মির মরদেহ নিখোঁজ রয়েছে। গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে হামাসকে মোট ২৮ জিম্মির মরদেহ ফেরত দিতে হবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের