চাকসু নির্বাচন: নতুন ভিপি-জিএস ছাত্রশিবিরের, এজিএস ছাত্রদলের

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

চাকসু নির্বাচন: নতুন ভিপি-জিএস ছাত্রশিবিরের, এজিএস ছাত্রদলের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩০, ১৬ অক্টোবর ২০২৫

Google News
চাকসু নির্বাচন: নতুন ভিপি-জিএস ছাত্রশিবিরের, এজিএস ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে গুরুত্বপূর্ণ দুই পদে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি’ শিক্ষার্থী জোট। অন্যদিকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে বিজয়ী হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি। তিনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয়।

জিএস পদে জয়ী হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব, যিনি পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। তিনি ছাত্রদল প্রার্থী শাফায়াতকে পরাজিত করেন।

অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক, যিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবির সমর্থিত সাজ্জাদ হোসেন মুন্না।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে অংশ নেয় ১৩টি প্যানেল, মোট ২৩২ পদে প্রার্থী ছিলেন ৯০৮ জন।

মোট ভোটার ছিলেন ২৭,৫১৮ জন। ভোটগ্রহণ হয় ব্যালট পেপারে, আর গণনা করা হয় ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় সভাপতিদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা ছিল।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ভোটের দিন শাটল ট্রেন ১১ বার করে চলাচল করেছে, পাশাপাশি ১৫টি বাসও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনা-নেওয়া করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। এরপর দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহে অনুষ্ঠিত হয় এ নির্বাচনের এই ঐতিহাসিক পর্ব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের