গণভোট ছাড়া উচ্চকক্ষের সিদ্ধান্ত অমীমাংসিত থাকবে: তাহের

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

গণভোট ছাড়া উচ্চকক্ষের সিদ্ধান্ত অমীমাংসিত থাকবে: তাহের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৫, ১৬ অক্টোবর ২০২৫

Google News
গণভোট ছাড়া উচ্চকক্ষের সিদ্ধান্ত অমীমাংসিত থাকবে: তাহের

গণভোট ছাড়া উচ্চকক্ষের সিদ্ধান্ত অমীমাংসিত থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (বুধবার, ১৫ অক্টোবর)  রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট ভিন্ন বিষয়। গণভোট ছাড়া উচ্চকক্ষের সিদ্ধান্ত অমীমাংসিত থাকবে।’

আলোচনায় বেশিরভাগ দল সনদে স্বাক্ষরে সম্মত হলেও গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ রয়েছে। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং সংবিধান সংশোধন বিষয় আদেশ জারিসহ অমীমাংসিত বিষয়গুলো স্পষ্ট করতে হবে বলে মত দেন বেশিরভাগ রাজনৈতিক দল।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (সময়সূচী) স্বাক্ষর করবে কি না সে বিষয়ে এখনও বিবেচনাধীন বলে জানান জানান দলটির সদস্যসচিব আখতার হোসেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের