ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১, আহত ৭

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

Radio Today News

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ অক্টোবর ২০২৫

Google News
ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১, আহত ৭

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও ৭ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা এএফপির। 

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জোর দিয়ে বলেছেন, ‘বেসামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, গত বছর আলোচনায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন।

আউন বলেন, ইসরায়েল বারবার আগ্রাসন একটি পরিকল্পিত নীতির অংশ। যার উদ্দেশ্য হচ্ছে উৎপাদনক্ষম অবকাঠামো ধ্বংস করা। অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করা এবং মিথ্যা নিরাপত্তার অজুহাতে জাতীয় স্থিতিশীলতাকে দুর্বল করা।

নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার লেবাননে বোমা হামলা করেছে। এই যুদ্ধবিরতির আগে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা দুই মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছিল। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শ্মিস্তার শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে তারা জানিয়েছিল, ছয়জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, সাইদা জেলার ব্নাফুল এলাকায় এক ব্যক্তি এবং নাবাতিয়েহ জেলার আনসারে ছয়জন আহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দক্ষিণ লেবাননের মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তারা ‘গ্রিন উইদাউট বর্ডার্সের’ ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এনজিওটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

 ইসরায়েলের দাবি অনুযায়ী, সীমান্ত এলাকায় এটি হিজবুল্লাহর উপস্থিতি গোপন রাখতে বেসামরিক রূপে পরিচালিত হচ্ছিল । 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের