
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা মারা গেছেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
১৯৫৩ সালে মাত্র ১৯ বছর বয়সে কাঞ্চা শেরপা অংশ নিয়েছিলেন ইতিহাস গড়া সেই অভিযানে, যেখানে স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন।
৩৫ জনের সেই অভিযাত্রী দলে কাঞ্চা ছিলেন সহযোগী পোর্টার। তখন তার কোনো পর্বতারোহণের অভিজ্ঞতা ছিল না, তবুও তিনি খাদ্য, তাঁবু ও প্রয়োজনীয় সরঞ্জাম বহন করে পৌঁছে যান বেস ক্যাম্প পর্যন্ত। তিনি ছিলেন সেই তিনজন শেরপার একজন, যারা ৮ হাজার মিটার (২৬ হাজার ২৪৭ ফুট) উচ্চতায় উঠতে পেরেছিলেন।
অভিযান শেষে কাঞ্চা আরও দুই দশক হিমালয়ের দুর্গম পথে পোর্টার হিসেবে কাজ করেন। কিন্তু ঝুঁকিপূর্ণ এই কাজ ছেড়ে দেন স্ত্রীর অনুরোধে।
নেপালের অনেক পর্বতারোহী তাকে মনে করেন এক ‘জীবন্ত কিংবদন্তি’ ও ‘অনুপ্রেরণার উৎস’ হিসেবে।
রেডিওটুডে নিউজ/আনাম