
ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফুলপুর–তারাকান্দা সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গোয়াতলা এলাকার আজমত আলীর ছেলে শামসুল হক (৩০) এবং আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।
তারাকান্দা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুপুরে পার্শ্ব রাস্তা থেকে একটি মোটরসাইকেল ফুলপুর–তারাকান্দা সড়কে উঠছিল। এ সময় ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
তিনি আরও জানান, বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম