নেতানিয়াহুর সঙ্গে মিসরের গোয়েন্দাপ্রধানের বৈঠক

বুধবার,

২২ অক্টোবর ২০২৫,

৬ কার্তিক ১৪৩২

বুধবার,

২২ অক্টোবর ২০২৫,

৬ কার্তিক ১৪৩২

Radio Today News

নেতানিয়াহুর সঙ্গে মিসরের গোয়েন্দাপ্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ২১ অক্টোবর ২০২৫

Google News
নেতানিয়াহুর সঙ্গে মিসরের গোয়েন্দাপ্রধানের বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাসাদ। মঙ্গলবার (২১ অক্টোবর) জেরুজালেমে তাদের মধ্যে এ আলোচনা হয়।

নেতানিয়াহুর দপ্তর জানায়, বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া, মিসর-ইসরায়েল সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা।

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে নেতানিয়াহু সেই চুক্তিকে অকার্যকর করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে কায়রোর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েল সফরে এলেন।

এছাড়া একইদিনে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তারও আগে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জ্যারেড কুশনার।

যুদ্ধবিরতি ভঙ্গ করে গত রোববার গাজায় বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওইদিনেই ৪৫ ফিলিস্তিনির মৃত্যু হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল আরও ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় তারা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দূতদের পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ধাপে রয়েছে— গাজায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসকে নিরস্ত্রীকরণ।

তবে নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, নেতানিয়াহু চুক্তি থেকে সরে গিয়ে হামাসের বিরুদ্ধে আবারও সর্বাত্মক অভিযান শুরু করতে পারেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের